রবিবার আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিং প্রকাশ করেছে। ৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদা। তার পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে ২০১৮ সাল শেষ করেছেন প্রোটিয়া এই বোলার।
২০১৮ সালের টেস্ট বোলারদের র্যাঙ্কিং:
১. কাগিসু রাবাদা (দ. আফ্রিকা) - ৮৮২ পয়েন্ট
২. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) - ৮৭৪ পয়েন্ট
৩. ভারনন ফিলান্ডার (দ.আফ্রিকা) - ৮২৬ পয়েন্ট
৪. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান) - ৮২১ পয়েন্ট
৫. রবীন্দ্র জাদেজা (ভারত) - ৭৯৬ পয়েন্ট
৬. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) - ৭৭৮ পয়েন্ট
৭. নাথান লায়ন (অস্ট্রেলিয়া) - ৭৬৬ পয়েন্ট
৮. পেট কামিন্স (অস্ট্রেলিয়া) - ৭৬১ পয়েন্ট
৯. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) - ৭৫৮ পয়েন্ট
১০. ইয়াসির শাহ (পাকিস্তান) - ৭৫৭ পয়েন্ট
বিডি প্রতিদিন/ ওয়াসিফ