মরিনহো কোচ থাকাকালীন যে দলকে মাঠে ছত্রভঙ্গ দেখাচ্ছিল, নতুন কোচের অধীনে সেই ম্যাঞ্চেস্টারকে আবার ইউনাইটেড মনে হচ্ছে। মরিনহোর আমলে যে ম্যান ইউ ক্রমাগত ড্র ও হারের মুখ দেখছিল, ওলে গানার সোল্কজায়ের দায়িত্ব নেওয়ার পরেই প্রিমিয়ার লিগে রীতিমতো দাপটের সঙ্গে জয়ের হ্যাটট্রিক করল তারা।
ওলে গানার অন্তর্বর্তীকালীন কোচ হয়ে আসার পর কার্ডিফ সিটিকে তাদের ঘরের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পরে ওল্ড ট্র্যাফোর্ডে হাডার্সফিল্ডকে ৩-১ গোলে বিধ্বস্ত করে তারা। এবার এএফসি বোর্নমাউথকে নিজেদের মাঠে ৪-১ গোলে পরাজিত করে রেড ডেভিলসরা।
উল্লেখযোগ্য বিষয় হলো, কোচের সঙ্গে ঝামেলার জেরে মরিনহোর সময় যে পোগবা দলে কোণঠাসা ছিলেন, কোচ বদল হতেই সেই ফরাসি তারকাই পর পর দু’টি ম্যাচে জোড়া গোল করে জেতালেন দলকে। বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের অপর দু’টি গোল করেন মার্কাস রাশফোর্ড ও রোমেলু লুকাকু।
বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ইউনাইটেড। ৫ মিনিটের মাথায় রাশফোর্ডের পাস থেকে দুরন্ত টাচে গোল করেন পোগবা। ৩৩ মিনিটে হেরেরার ক্রস থেকে ম্যাচে নিজের তথা দলের হয়ে দ্বিতীয় গোল করেন পোগবা। ৪৫ মিনিটে অ্যান্থনীর পাস থেকে গোল করে স্কোর-লাইন ৩-০ করেন রাশফোর্ড। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২) ব্রুকসের পাস থেকে ইউনাইটেডের জালে বল জড়িয়ে ব্যবধান কমান নাথান আকে। প্রথমার্ধের খেলা শেষ হয় ম্যাঞ্চেস্টারের অনুকূলে ৩-১ গোলে।
দ্বিতীয়ার্ধে ম্যাঞ্চেস্টার আরও একটি গোল করলেও বেইলি লাল কার্ড দেখায় শেষ দশ মিনিট দশজনে খেলতে হয় ম্যাঞ্চেস্টারকে। ৭২ মিনিটে ম্যাচে ইউনাইটেডের চতুর্থ গোল করেন লুকাকু। তাকে গোলের পাস বাড়ান পোগবা। এই জয়ের ফলে ২০ ম্যাচে ম্যাঞ্চেস্টারের সংগৃহীত পয়েন্ট দাঁড়ালো ৩৫। তারা রয়েছে লিগ টেবিলের ছ’নম্বরে। পাঁচ নম্বরে থাকা আর্সেনালের থেকে তাদের ব্যবধান মাত্র ৩ পয়েন্টের।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত