ঐতিহাসিক মেলবোর্ন টেস্ট জিতে কোহলির চোখ যখন ঐতিহাসিক সিরিজ জয়ে, ঠিক তখনই অজি অধিনায়ক টিম পেইন উপলব্ধি করলেন তার দলে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের প্রয়োজনীয়তা। ১৩৭ রানে বক্সিংডে টেস্ট হারের পর অজি দলনায়ক স্বীকার করে নিলেন স্মিথ-ওয়ার্নারের মত দুই ব্যাটসম্যানকে ছাড়া এই ভারতের বিরুদ্ধে লড়াই সম্ভব নয়।
গতকাল রবিবার ম্যাচ হারের পর অস্ট্রেলিয়া দলনায়ক বলেন, ‘দু-তিনজন সেরা ক্রিকেটারকে ছেড়ে প্রথম একাদশ গড়তে হলে তার ফল ভুগতেই হবে। এটা খুব পরিষ্কার যে স্মিথ-ওয়ার্নারের মত দুজন প্রথম সারির ব্যাটসম্যানের না থাকাই আমাদের এই অধারাবাহিক পারফর্ম্যান্সের মূখ্য কারণ।’
স্যান্ডপেপার গেট কান্ডে নির্বাসিত স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের নির্বাসন উঠছে আগামী মার্চে। তাই হারের হতাশার মাঝেও কিছুটা আশার আলো দেখছেন পেইন। তার মতে, ‘খুব শীঘ্রই তাদের অন্তর্ভুক্তি ঘটবে আমাদের দলে। আমি নিশ্চিত ওরা ফিরে আসলে দলের পারফর্ম্যান্সে আমূল পরিনর্তন ঘটবে।’
টেল এন্ডার প্যাট কামিন্স ছাড়া কোনো ব্যাটসম্যানই মেলবোর্নে ভারতের বিরুদ্ধে অর্ধশতরানের গন্ডি টপকাতে পারেননি। এই প্রসঙ্গে বলতে গিয়ে অজি দলনায়ক জানান, ‘এটা অনভিজ্ঞতা নয়, বরং চাপ। আমরা অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সবচেয়ে শক্তিশালী পেস অ্যাটাকের বিরুদ্ধে লড়াই করছি।’
তবে চার টেস্ট ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে হাল ছাড়তে রাজি নন পেইন। কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে ব্যাটিং অর্ডারে গলদ নিয়ে পর্যালোচনায় বসতে চান তিনি। ভুলত্রুটি নিয়ে পর্যালোচনার পর সিডনিতে শেষ টেস্ট জয়ের জন্য সেরা কম্বিনেশন বেছে নিতে চান অজি দলনায়ক।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত