কিংবদন্তি লেগস্পিনার মনে শেন ওয়ার্ন করছেন, অজি পেসারদের যত ভাল ভাবা হচ্ছে, ততটা প্রতিফলিত হচ্ছে না পারফরম্যান্সে। বিশেষ করে বিপক্ষের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের বিরুদ্ধে মিচেল স্টার্ক, জশ হেজেলউড, প্যাট কামিংসরা তেমন সফল নন।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া ১৩১ রানে হারের পর বর্ডার-গাভাস্কার ট্রফিতে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা ওয়ার্ন সাফ জানান, “বিপক্ষের এক থেকে ছয় নম্বর ব্যাটসম্যানের বিরুদ্ধে গত ১০ টেস্টে স্টার্ক নিয়েছেন ১৭ উইকেট। গড় ৪৭। হেজেলউড ৪০ গড়ে নিয়েছেন ১৮ উইকেট। কামিংস ২৩ গড়ে নিয়েছেন ৩০ উইকেট। আর অফস্পিনার নেথান লায়ন ৪৩ গড়ে নিয়েছেন ২৯ উইকেট। তাই টস হেরে প্রথমে বল করতে হলে নতুন বলে অস্ট্রেলিয়ার স্টার্ক ও হেজেলউডের গড় হল ৪৭ ও ৪০। যা একেবারেই যথেষ্ট নয়।”
ওয়ার্নের মতে, বিপক্ষের ইনিংসের শুরুতে অজি বোলাররা উইকেট নিতে না পারায় চাপে পড়ে যাচ্ছেন ব্যাটসম্যানরা। এই সিরিজে ছয় ইনিংসে মাত্র একবারই তিনশো রান তুলতে পেরেছে টিম পেনের দল। সেটা পার্থে। সেবার অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৩২৬ রান।
ওয়ার্ন বলেন, “অজি বোলাররা বিপক্ষ ইনিংস দ্রুত শেষ করে দিলে তবু ব্যাটসম্যানরা তিনশো রান তুলছে। কিন্তু বিপক্ষ যখন ৩৪৬, ৪৮৮, ৪৮২, ৪৪৩, ৩৮৬-এর মতো রান তুলছে তখন মারাত্মক চাপে পড়ে যাচ্ছে ব্যাটসম্যানরা। বিপক্ষ যাতে বড় লিড না পায় এই চাপে পড়ে ভুগছে ব্যাটসম্যানরা।”
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত