শাহরুখ খানের 'জিরো' ছবির প্রমোশন করছেন পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তানের অধিনায়ককে এমনই ব্যাঙ্গাত্মক ভাষায় আক্রমন করলেন শোয়েব আখতার।
পাকিস্তানের সাবেক এই পেসার শাহরুখকে টেনে আনলেন সমালোচনার অস্ত্র হিসেবে। আসলে চলতি বছরে ক্রিকেট মাঠে শোচনীয়ভাবে ব্যর্থ সরফরাজ আহমেদ। ব্যাট হাতে যেমন রান করতে পারছেন না তিনি। তেমনই অধিনায়ক হিসেবেও দলকে পথ দেখাতে ব্যর্থ।
সেই জন্যই শোয়েব আখতার জানান, ‘‘শুনেছি যে, সরফরাজ আহমেদ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমাটির প্রমোশন করছে। এমন ধরনের সমালোচনার শিকার হবে ও, যদি না ভাল পারফরম্যান্স উপহার দেয়।’’
২০১৮ সালে ৯টা টেস্ট খেলেছে পাকিস্তান। তার মধ্যে চারটে টেস্টেই ড্র করেছে পাকিস্তান। সেই নয় টেস্টে সরফরাজের অবদান মাত্র ৩৩৭। এর মধ্যে সরফরাজের সেরা পারফরম্যান্স আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা দু’টো অর্ধশতরান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বছরের শেষ টেস্টে জোড়া শূন্য করেছেন তিনি। আর জোড়া শূন্যর পরে সাবেক পাক পেসার শোয়েব আখতারও সমালোচনায় বিদ্ধ করেছেন সরফরাজ খানকে। যদিও মিঁয়াদাদ পাশে দাঁড়িয়েছেন তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যানের।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত