আজ থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে বিপিএলের অন্যতম ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশাল। দলটির নেতৃত্বে আছেন সাকিব আল হাসান।
তবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। তিনি ছিলেন বিশ্রামে।তবে বাকিরা সবাই অনুশীলন করেছেন।
প্র্যাকটিসে ছিলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও।
জানা গেছে, ছুটি কাটিয়ে সাকিব অনুশীলনে ফিরবেন ৫ জানুয়ারি। ৭ জানুয়ারি বরিশালের প্রথম ম্যাচ সিলেটের বিপক্ষে।
বিডি প্রতিদিন/নাজমুল