নতুন বছরের শুরুতেই রঞ্জি ট্রফির ম্যাচে হ্যাটট্রিক করে সবার নজর কেড়েছেন ভারতের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট।
দিল্লির বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছেন উনাদকাট। রঞ্জি ট্রফির ইতিহাসে ম্যাচের প্রথম ওভারে এটিই প্রথম হ্যাটট্রিক।
প্রথম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উনাদকাটের শিকার ধ্রুব শোরে, বৈভব রাওয়াল ও যশ ধুল। হ্যাটট্রিক ছাড়াও ইনিংসে উনাদকাটে নিয়েছেন ৩৯ রানে ৮ উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার ২১তম পাঁচ উইকেট। ইনিংসের শেষ দুই বলেও উইকেট নিয়েছেন এই পেসার। তাই উনাদকাটের সামনে এখন আরও একটি হ্যাটট্রিকের হাতছানি।
বিডি প্রতিদিন/নাজমুল