চোটের কারণে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে কিংবা টেস্ট সিরিজে খেলতে পারেননি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তবে আসন্ন বিপিএলের তামিম খেলতে পারবেন বলেই জানিয়েছেন খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।
সুজন জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে তামিম ইকবাল সম্পূর্ণ ফিট রয়েছেন।
বিপিএলের নিজ দল খুলনার হয়ে অনুশীলন করেছেন তামিম। তার ফিটনেস নিয়ে খুলনার প্রধান কোচকে প্রশ্ন করা হয়।
কোচ সুজন বলেন, ‘ইনশাআল্লাহ তামিম ইজ রিকভার ভেরি ওয়েল। আমি মনে করি সম্পূর্ণ ভালো, ব্যাংকক গিয়েছিল। নেটেও ভালো ব্যাটিং করেছে গত দুইদিনে। আমিও যা বলেছি একটু স্লো যেতে যেহেতু আমাদের খেলা ৭ তারিখে আজ মাত্র ৩ তারিখ। আমরা আগামীকাল একটা প্রাকটিস ম্যাচ খেলব। হয়তোবা কিছুক্ষণ ব্যাটিং করবে তামিম সেখানে। সে ফিট, রেডি টু গো।’
বিডি প্রতিদিন/নাজমুল