স্প্যানিশ কাপ কোপা দেল রে’র শেষ ৩২-এর ম্যাচে স্পেনের তৃতীয় বিভাগের দল ইন্টারসিটির বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার (৪ জানুয়ারি) ইন্টারসিটিকে ৪-৩ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করে তারা।
পুরো ম্যাচেই বল দখলে অনেক এগিয়ে ছিল দেম্বেলে-কেসিরা। ম্যাচের চার মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। রোনাল্ড আরাউজোর গোলে লিড নিয়ে বিরতিতে যায় তারা। তবে নাটকের শুরুটা হয় দ্বিতীয়ার্ধে।
ম্যাচের ৫৯ মিনিটে ওরিওল সোলডেভিলার গোলে সমতায় ফেরে ইন্টারসিটি। তার সাত মিনিট পর আবারো লিড নেয় বার্সেলোনা। এবারের গোল স্কোরার উসমান দেম্বেলে। তবে এবার সমতায় ফিরতে বেশি দেরি করেনি স্বাগতিকরা। ৭৪ মিনিটে ওরিওল সোলডেভিলার দ্বিতীয় গোলে আবারো ম্যাচে সমতায় ফেরে তারা। খেলার ৭৭ মিনিটে ম্যাচে তৃতীয় বারের মতো লিড নেয় বার্সেলোনা। তবে ৮৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি ইন্টারসিটিকে আবারো ম্যাচে সমতায় ফেরান ওরিওল সোলডেভিলা।
এক লেগের ম্যাচ হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। অতিরিক্ত সময়ের প্রথম হাফ শেষ হওয়ার দুইমিনিট আগে ফাতির গোলে ম্যাচের চতুর্থবারের মতো লিড নেয় বার্সেলোনা। তবে এবার আর সমতায় ফিরতে পারেনি ইন্টারসিটি। যার ফলে ৩-৪ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে স্পেনের তৃতীয় বিভাগের দলটি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ