বিপিএলের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স এবং শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উদ্বোধনী ম্যাচে টস করতে নেমে জয় পেলেন সিলেট অধিনায়ক মাশরাফি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।
আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। প্রতিবছরের ন্যায় এবারও খেলা শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। তবে পরিবর্তনের এ তথ্য জানানো হয়েছে টুর্নামেন্ট শুরুর ঠিক এক ঘণ্টা আগে।
সিলেট স্ট্রাইকার্স একাদশ : নাজমুল হোসেন শান্ত, কলিন অ্যাকারম্যান, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : আফিফ হোসেন, উসমান খান (উইকেটকিপার), মৃত্যুঞ্জয় চৌধুরী, মালিন্দা পুষ্পকুমারা, শুভাগত হোম (অধিনায়ক), দরবেশ রসুলি, মেহেদী মারুফ, উনমুক্ত চাঁদ, আল-আমিন, নিহাদুজ্জামান, মেহেদী হাসান রানা।
বিডি-প্রতিদিন/শফিক