২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতাকেই যেন সফলতার চাবিকাঠি বানিয়ে ফেলেছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। হোচটের পর ঘুরে দাঁড়িয়ে একে একে লিখছেন সফলতার গল্প।
সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০২২ সালে সেরা সময় কাটিয়েছেন লিটন। এখনও অব্যাহত তার জয়রথ। গত বছর এই ব্যাটার তিন সংস্করণ মিলিয়ে করেছেন ১৯২১ রান।
যার মধ্যে ১০ টেস্টে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে লিটনের সংগ্রহ ৮০০ রান। টেস্ট র্যাঙ্কিংয়েও তাই চলছে দাপট। বছর শেষ ছিলেন র্যাঙ্কিংয়ের ১২তম অবস্থানে।
আর নতুন বছরের প্রথম সপ্তাহে সেই পালে লেগেছে আরও হাওয়া। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটারের পজিশন এখন ১১।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এমন মাইলফলক আর কেউ ছুঁতে পারেননি। এবার সেরা দশে যাওয়ার দৌড়ে লিটন দাস।
লিটনের আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল তামিম ইকবালের, তিনি ১৪ পর্যন্ত গিয়েছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল