সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রান তুলতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খোয়া গেছে ৯ উইকেট। আর সেই উইকেটের ৭টাই শিকার করেছেন পেসাররা।
মিরপুরের উইকেটে এটা একটু বিরল ঘটনাই বটে। এরমধ্যে সবচেয়ে কিপ্টে বোলিং করেছেন পাকিস্তানের মোহাম্মদ আমির। ৪ ওভার বল করে ৭ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট।
উইকেট তোলায় সবচেয়ে সফল রেজাউর রহমান রাজা। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার।
আর সিলেটের ভার নিজের কাঁধে নেওয়া মাশরাফি ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
সবমিলিয়ে পেসারদের এমন দাপট মিরপুরে সচরাচর দেখা যায় না বলেই হয়তো বিপিএলের শুরুটা একটু বিস্ময়করই বটে।
বিডি প্রতিদিন/নাজমুল