রমিজ রাজার আমলে ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথার তুবড়ি বেশ ছুটেছে। রমিজকে বিদায় করে পিসিবি প্রধানের পদে নাজাম শেঠিকে বসানো হলেও সেই কথার লড়াই থামেনি।
এশিয়া কাপের সূচি আর গ্রুপ বিভাজন নিয়ে আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহকে একহাত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। নাজামের দাবি, একতরফাভাবে খেলার শিডিউল করেছেন জয় শাহ।
এই ঘটনাকে ভিত্তিহীন দাবি করে পাকিস্তানের সমালোচনা করেছেন জয়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বরাতে দেওয়া টুইতে জয় শাহর পক্ষে বলা হয়েছে, একতরফা নয় বরং ভেবেচিন্তে সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল