পেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই আরেক হৃদবিদারক খবর পেল ফুটবল দুনিয়া। এবার পরপারে পাড়ি জমালেন ইতালির অন্যতম সেরা স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়াল্লি। ৫৯ বছরেই তিনি পাড়ি জমালেন অসীমের ঠিকানায়।
২০১৭ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসায় এক বছরের মাথায় সুস্থ হয়েও ওঠেন। ইতালির জাতীয় ফুটবল দলের ‘হেড অব ডেলিগেশন’ হিসেবে দায়িত্বও পালন করেন।
কিছুদিন আগে অসুস্থতা বেড়ে যাওয়ায় দায়িত্ব ছাড়েন ভিয়াল্লি। আজ শুক্রবার ভোরে লন্ডনে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
ইতালির হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভিয়াল্লি। ১৯৯০ বিশ্বকাপেও খেলেছেন। ক্লাব ফুটবলে খেলেছেন সাম্পদোরিয়া, জুভেন্টাস ও চেলসির হয়ে খেলেছেন তিনি। ১৯৯৬ সালে জুভেন্টাসের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ। ক্লাব ফুটবলে ৬৭৩ ম্যাচে করেছেন ২৫৯ গোল। ইতালির জার্সিতে তার গোল ১৬টি। ১৯৯৯ সালের জুলাইয়ে তিনি ফুটবলকে বিদায় জানান।
১৯৯৮ সালেই চেলসির কোচ ও খেলোয়াড় দুই ভূমিকাতেই দেখা গিয়েছিল ভিয়াল্লি। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চেলসির কোচ ছিলেন। এরপর ইংলিশ ফুটবলে ওয়াটফোর্ডের কোচ হয়েছিলেন ২০০১–২০০২ মৌসুমে।
বিডি প্রতিদিন/নাজমুল