জিতে ইতিহাস গড়তে না পারলেও শেষ পর্যন্ত মুখরক্ষা করতে পেরেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। পরাজয়ের শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের সাথে ড্র করেছে বাবররা।
চার বছর পর সাদা পোশাকে ফেরা সরফরাজ আহমেদের ১৭৬ বলের ১১৮ রানের ইনিংসে ভর করেই লড়াইয়ে টিকে থাকে পাকিস্তান।
করাচিতে শেষ দিনে ব্যাট-বলের দারুণ লড়াইয়ের পর ড্র হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। ৩১৯ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান ৯ উইকেটে করে ৩০৪ রান।
জয়ের হাতছানি ছিল দুই দলের সামনেই। আলোকস্বল্পতায় খেলা শেষ হয় তিন ওভার বাকি থাকতে।
দুই ম্যাচের সিরিজ শেষ হলো সমতায়। একই মাঠে প্রথম টেস্টও ড্র হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল