বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৭৭ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স।
ওপেনার রনি তালুকদার রীতিমতো ঝড় তুলেছিলেন। মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রনি। এরপর ৩১ বলে ৬৭ রান করে সাজ ঘরে ফেরেন রংপুর রাইডার্সের এই ব্যাটার।
আরেক ওপেনার নাঈম শেখের সাথে রংপুরে হাল ধরেন পাকিস্তানি ব্যাটার শোয়েব মালিক। ৩৪ বলে ২৯ রান করে নাঈম আউট হয়েছে ফজলহক ফারুকির বলে। আর ২৬ বলে ৩৩ করা শোয়েব হয়েছেন রান আউটের শিকার।
সবমিলিয়ে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রান তোলে রংপুর।
বিডি প্রতিদিন/নাজমুল