নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। রবিবার থেকে শুরু হবে এ সিরিজ। অতীত ইতিহাসে এর আগে অবশ্য খুব সুখের স্মৃতি নেই বাংলাদেশের জন্য। এখন অবধি নিউজিল্যান্ডের মাটিতে ১৬টি ওয়ানডে খেলেছে তারা, জিততে পারেনি একটিতেও।
কখনও ম্যাচ না জিতলেও এবার সিরিজ জেতার লক্ষ্যের কথা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শুক্রবার তিনি বলেন, ‘সত্যি বলতে, দল হিসেবে আমরা সিরিজ জিততে চাই। আমাদের দলটা বেশ ভালো। যেমনটা বললেন, গত বছর এখানে আমরা একটি টেস্ট জিতেছি। এবার আমাদের লক্ষ্য, এই দুই সিরিজ জেতা। যদি জিততে পারি, আমাদের দলের জন্য দারুণ হবে।’
এর মধ্যে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ২৬ রানে জয় পায় সফরকারীরা। হাফ সেঞ্চুরি হাঁকান চার ব্যাটার। বল হাতেও আলো ছড়ান রিশাদ হাসান। ম্যাচটি না খেললেও দলের পারফরম্যান্সে খুশি শান্ত।
তিনি বলেন, ‘আমার মতে, ছেলেরা (প্রস্তুতি ম্যাচে) খুব ভালো ক্রিকেট খেলেছে। উইকেট খুব ভালো ছিল। প্রস্তুতির দিক থেকে সবাই নিজের কাজ করছে। নিউজিল্যান্ড একাদশও ভালো ক্রিকেট খেলেছে। তো এটি দারুণ একটি প্রস্তুতি ম্যাচ হয়েছে। ছেলেরা এই সিরিজের ব্যাপারে আত্মবিশ্বাসী।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ