চেন্নাই সুপার কিংসকে এখনও নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচবার খেতাব জিতে আইপিএলের সফলতম অধিনায়ক ৪২ বছরের ধোনি। তার সঙ্গে একই সারিতে রয়েছেন রোহিত শর্মা। পাঁচটি আইপিএল শিরোপা জয় তারও। কিন্তু এরপরেও ৩৬ বছরেই রোহিতের থেকে নেতৃত্ব কেড়ে নিল মুম্বই। অধিনায়ক হিসেবে সদ্য দলে ফেরা হার্দিক পাণ্ডিয়ার নাম ঘোষণা করা হয়। যাতে ক্ষিপ্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা।
রোহিতকে ছাঁটাই করার কয়েকঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় মুম্বাইয়ের ৪০০০ ফলোয়ার কমে গেছে। কোথাও পুড়ছে জার্সি, টুপি। কোথাও আবার জ্বলছে পতাকা। রোহিতের অপসারণ মেনে নিতে পারছে না ভক্তরা। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আকাশ আম্বানি জানিয়েছিলেন, রোহিতই তাদের অধিনায়ক থাকবেন। তাহলে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? এর যুক্তি খুঁজে পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকরা।
রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হার্দিকের নেতৃত্বে খেলার সম্ভাবনা কম হিটম্যানের। তাহলে কোথায় যাবেন? জুনে টি-২০ বিশ্বকাপ। তার আগে রোহিতকে সরিয়ে দেওয়া কি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? আসন্ন বিশ্বকাপে কি তাকে অধিনায়কের হটসিটে দেখা যাবে? বর্তমান পরিস্থিতি অঙ্ক জটিল করে দিচ্ছে। আসন্ন আইপিএলে রোহিতকে মুম্বাইয়ের জার্সিতেই দেখার কথা। কিন্তু নতুন ডেভেলপমেন্টে কি সবকিছু বদলে যাবে? একাধিক প্রশ্ন উঠলেও, এই মুহূর্তে তার কোনও উত্তর নেই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ