ন্যাথান লায়নের মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যর্থ ফাহিম আশরাফ। বল তার প্যাডে লাগতেই জোরাল আবেদন। কিন্তু সাড়া দিলেন না আম্পায়ার। লম্বা সময় ভেবে রিভিউ নিলেন প্যাট কামিন্স। রিপ্লেতে তিনটি 'লাল' জ্বলে উঠতেই সতীর্থদের আলিঙ্গনে আটকা পড়লেন লায়ন। পাঁচশতম উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়লেন অস্ট্রেলিয়ান অফস্পিনার।
পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে রবিবার (১৭ ডিসেম্বর) অসাধারণ এই মাইলফলক স্পর্শ করেন লায়ন। সব দেশ মিলিয়ে অষ্টম এবং অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। গত জুলাইয়ে অ্যাশেজ শেষে তার নামের পাশে ছিল ৪৯৬টি টেস্ট ক্রিকেট। প্রায় সাড়ে পাঁচ মাস পর জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে নেমেই মাইলফলকটি ছুঁয়ে ফেললেন লায়ন।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হাক ও আমের জামালকে ফিরিয়ে লক্ষ্যের হাতছোঁয়া দূরত্বে পৌঁছে যান ৩৬ বছর বয়সী বোলার। আর দ্বিতীয় ইনিংসে তিনি নিলেন আরও দুটি। অবশ্য চতুর্থ দিনে ৪৫০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরুতেই লড়াই থেকে ছিটকে পড়া পাকিস্তান যেভাবে উইকেট হারাচ্ছিল, তাতে একটা সময় এই ম্যাচে লায়নের পাঁচশ হবে কিনা, প্রশ্ন জাগে।
অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য ইনিংসে দ্বাদশ ওভারেই তার হাতে বল তুলে দেন। কিন্তু কাঙ্ক্ষিত উইকেটটি আর ধরা দিচ্ছিল না তার। অবশেষে ইনিংসের ২৮তম ও নিজের সপ্তম ওভারে ফাহিমকে ফিরিয়ে জাদুকরী ঠিকানায় পৌঁছে যান তিনি। তিন বল পর আমের জামালকেও বোল্ড করে ফেরানো লায়নের এখন মোট টেস্ট উইকেট ৫০১টি।
২০১১ সালে প্রথম বলেই উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করা লায়ন পাঁচশর ঠিকানায় পৌঁছালেন ২৩০ ইনিংসে। প্রায় এক যুগের ক্যারিয়ারে ২৩ বার ইনিংসে ৫ উইকেটের সঙ্গে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৪ বার। পাঁচশর ঘরে দেশের সাবেক দুই তারকা শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার পাশে বসলেন লায়ন। ওয়ার্নের উইকেট ৭০৮টি আর ম্যাকগ্রার ৫৬৩টি।
সব দেশ মিলিয়ে অন্তত পাঁচশ উইকেট নেওয়া আট জনের যে তালিকা, সেখানে চতুর্থ স্পিনার হলেন লায়ন। তিনি ও ওয়ার্ন ছাড়া সেখানে আরও আছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ও ভারতের অনিল কুম্বলে। ৮০০ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন মুরালিধরন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ