টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ল ভারতের নারী ক্রিকেট দল। প্রথমবার অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতার স্বাদ পেল ভারতের মেয়েরা। রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারমানপ্রীত কৌরের দল ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
১৯৭৭ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতের নারীরা। দু’দলের মধ্যে এর আগে পাঁচটি সিরিজ হয়েছিল। তিন বার জিতেছিল অস্ট্রেলিয়া। দু’বার সিরিজ ড্র হয়েছিল। ষষ্ঠবারে জয়ের মুখ দেখল ভারত।
টেস্টের চতুর্থ দিন সকালে দাপট দেখান ভারতীয় বোলাররা। মাত্র ২৮ রানে পডে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এর আগে, তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেটে ২৩৩ রান।
জয়ের জন্য ৭৫ রানের লক্ষ্য পায় ভারত। ওই রান ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ছাড়িয়ে গেছে ভারতীয় মেয়েরা। ৩৮ রানে অপরাজিত ছিলেন স্মৃতি মান্ধানা।
এর আগে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া নারী দল করেছিল ২১৯ রান। জবাবে ভারত নারী দল প্রথম ইনিংসে গড়েছিল ৪০৯ রানের বিশাল সংগ্রহ।
বিডি প্রতিদিন/এমআই