বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিতে চায় নিউজিল্যান্ড। বুধবার থেকে ফরম্যাটটিতে তিন ম্যাচের সিরিজে নামছে দু’দল। তবে টাইগারদের বিপক্ষে নামার আগে বন্দনা ঝরেছে তারকা কিউই স্পিনার মিচেল স্যান্টনারের মুখে। একইসঙ্গে সিরিজটিতে অধিনায়কত্ব পাওয়া স্যান্টনার ফরম্যাট পাল্টে গেলেও দু’দলের মাঝে লড়াইয়ের আভাস দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি সব সময় বাংলাদেশকে ভয় পেতাম। আমরা জানি তারা কতটা ভয়ঙ্কর। ওয়ানডে সিরিজটা ক্লোজ ছিল। তাদের পেসাররা অনেক দূর এগিয়েছে। অবশ্যই তাসকিন এখানে নেই, কিন্তু বাকি তিন-চার জন তাদের ক্লাস দেখিয়েছে। উইকেট যদি পেসবান্ধব হয় তাহলে তারা আমাদের জন্য কঠিন হবে।’
বাংলাদেশ ওয়ানডে সিরিজ হাতছাড়া করলেও, প্রতিদ্বন্দ্বিতা করেছে বলে দাবি এই কিউই স্পিনারের। একইসঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও বেশ লড়াইয়ের আশা স্যান্টনারের, ‘ওয়ানডে সিরিজে অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বাংলাদেশ তিনটি ম্যাচেই ভালো খেলেছে বলে আমি মনে করি। বিশেষ করে তৃতীয় ম্যাচে তারা দারুণ করেছে। পিচে কিছুটা সহায়তা ছিল হয়তো, তবে তারা অনেক ভালো জায়গায় বোলিং করেছে। জয়টাও তাদের প্রাপ্য ছিল। আশা করছি এই সিরিজেও বেশ ভালো রকমের লড়াই হবে।’
নেপিয়ারে বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ