২০২১ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জেতে বাংলাদেশ। বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচ সিরিজ টাইগাররা জিতেছিল ৩-২ ব্যবধানে। নেপিয়ারের ঐতিহাসিক জয়ের পর নাজমুল বাহিনী প্রথমবারের মতো স্বপ্ন দেখছে নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জয়ের। আজ সেই স্বপ্ন পূরণের ম্যাচ খেলতে নামবেন নাজমুলরা বাংলাদেশ সময় দুপুর ১২:১০টায়।
মাউন্ড মঙ্গানুইয়ের বে ওভালে এটি হবে নবম টি-টোয়েন্টি ম্যাচ। অতীতের আটটিতেই জিতেছে প্রথমে ব্যাট করা দল। কাজেই আজ যারা টস জিতবে তারা আগে ব্যাট করতে চাইবে।
মাউন্ট মঙ্গানুইয়ের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খেলার প্রথমার্ধে কিছুটা বিলম্ব হতে পারে। খেলার আগে ঝড় হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ