সারা বিশ্ব জুড়েই পারসোনাল কম্পিউটারের (পিসি) চাহিদা আশঙ্কাজনকহারে কমেছে। ২০১৪ সালের তুলনায় গত বছরের ডিসেম্বরে শেষ হওয়া চতুর্থ প্রান্তিকে পিসির চালান কমেছে ১০.৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা, বিশ্লেষণ ও পরামর্শক প্রতিষ্ঠান আন্তর্জাতিক ডেটা কর্পোরেশন (আইডিসি)'র পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
চতুর্থ প্রান্তিকে সারা বিশ্বে ৭১.৯ মিলিয়ন পারসোনাল কম্পিউটারের চালান সম্পন্ন হয়েছে। আইডিসির তথ্য মতে, যা শুরুর সময় থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি কম সংখ্যক চালান।
বাজারে টিকে থাকার জন্য পিসিকে বর্তমানে স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। অার এ লড়াইয়ে হেরে যাচ্ছে পিসি নির্মাতারা। সর্বত্রই পারসোনাল কম্পিউটারের চাহিদা কমে গেছে বলে প্রতিষ্ঠানটি জানায়।
প্রতিদ্বন্দ্বী গবেষণা প্রতিষ্ঠান কার্টনারও আইডিসির সঙ্গে একমত পোষণ করেছে। কার্টনারের মতে, এক বছর আগের তুলনায় ২০১৫ সালে শেষ হওয়া চতুর্থ প্রান্তিকে পারসোনাল কম্পিউটারের চালান ৮.৩ শতাংশ কমেছে।
এদিকে, বিশেষজ্ঞরা অবশ্য ভিন্ন কথা বলছেন। তাদের আশা, চলতি বছর পিসির বাজার ফের চাঙ্গা হবে। কারণ, পারসোনাল কম্পিউটার কোম্পানিগুলো উইন্ডোজ ১০ আপডেট করতে শুরু করেছে। এছাড়া কোম্পানিগুলো পিসির উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৬/শরীফ