মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট তার উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ অপারেটিং সিস্টেমের জন্য অার কোনো নিরাপত্তা প্যাঁচ বা সফটওয়্যার হালনাগাদ করা হবে না বলে কোম্পানিটি জানিয়েছে। তবে বর্তমানে যারা উইন্ডোজ ৮ ব্যবহার করছেন তাদের এটি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না।
যারা উইন্ডোজ ৮ থেকে উইন্ডোজ ৮.১ সংস্করণে হালনাগাদ করে নেবেন তারা ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত মাইক্রোসফটের সহায়তা পাবেন।
উল্লেখ্য, মাইক্রোসফট ২০১২ সালে বেশ ঢাকঢোল পিটিয়ে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটি বাজারে এনছিল। অথচ এ সিস্টেমটি নিয়েই তাদেরকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৬/শরীফ