মোবাইল অপারেটর বাংলাদেশে রবি আজিয়াটা লিমিটেড (রবি) এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ব্যবসা একীভূত করতে আনুষ্ঠানিক চুক্তি করেছে দুই কোম্পানির মূল প্রতিষ্ঠান। একীভূত কোম্পানি রবি নামে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে রবি আজিয়াটা লিমিটেড।
এদিকে, এই দুই কোম্পানি এক হলে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ কোটি। যা বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহকের এক-চতুর্থাংশ। ৫ কোটি গ্রাহক নিয়ে সবার উপরে আছে গ্রামীণফোন।
আজিয়াটা গ্রুপ বারহাদ ও ভারতী এয়ারটেল বাংলাদেশে রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের (এয়ারটেল) কার্যক্রম একীভূত করতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চুক্তি সই করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই চুক্তির কার্যকারিতা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (রেগুলেটরি), সরকার এবং আদালতের অনুমোদন পাওয়ার ওপর নির্ভরশীল। এই প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করছে রবি।
চুক্তি সম্পাদনের ফলে শেয়ার মূলধনের পুনর্বিন্যাস হবে এবং এতে আজিয়াটা একীভূত সত্তার ৬৮.৩% নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে ভারতী ২৫ শতাংশ এবং বাকি ৬.৭% বর্তমানের অন্য শেয়ারহোল্ডার জাপানের এনটিটি ডকোমোর কাছে থাকবে।
এর আগে, গত বছরের ৯ সেপ্টেম্বর দুই কোম্পানি থেকে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার সম্ভাবনার বিষয়ে একান্ত আলোচনা শুরুর ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে একীভূত হওয়ার বিষয়ে রবির প্রধান নির্বাহী সুপুন বীরাসিংহে বলেন, “বাংলাদেশের বর্তমান অসম প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগী বহুল টেলিকমিউনিকেশন খাতে একীভূতকরণ অত্যন্ত প্রয়োজনীয়। আমরা মনে করি, এই একীভূতকরণের মাধ্যমে আজিয়াটা এবং ভারতী এয়ারটেল উভয়েই বর্ধিত আকার এবং দক্ষতার ফলশ্রুতিতে ব্যয় সংকোচনের সুবিধা পাবে।”
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব