ইন্টারনেট জগতের জায়ান্ট গুগলও উদযাপন করছে বিশ্ব ভালোবাসা দিবস।এ দিবসটি উপলক্ষ্যে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনটি। গুগলের হোমপেজে গেলেই ব্যবহারকারীরা এটি দেখতে পাচ্ছেন।
ডুডলে দেখা যাচ্ছে, চায়ের কাপের সঙ্গে কফির পাত্রের প্রেম নিবেদনের বিশেষ অ্যানিমেশন। এ ছাড়া বাংলাদেশের ব্যবহারকারীরা আরও দুটি বিশেষ ডুডল দেখতে পাচ্ছেন। কফির পাত্রটি চায়ের পাত্রটিকে একটি গোলাপ দিচ্ছে। এসময় চায়ের পাত্রটি লজ্জায় লাল হয়ে ফুটে ওঠে বাতাসে ভালোবাসা ছড়াতে শুরু করে।
একই সঙ্গে এক বাক্স টিস্যুর সঙ্গে একটি গোল টিস্যু বাক্সের ভালোবাসার ডুডল প্রদর্শন করছে গুগল।
প্রসঙ্গত, কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য গুগল তাদের হোমপেজে লোগো পরিবর্তন করে সেই বিশেষ দিনের সঙ্গে মানানসই বিশেষ যে লোগো তৈরি করে থাকে, তাকেই গুগল ডুডল বলা হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা