অ্যাপল স্যান বার্নার্দিনো হামলাকারীর ফোন আনলক না করা পর্যন্ত এই প্রতিষ্ঠানের পণ্য বর্জন করার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান দলীয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
প্রয়াত স্টিভ জবসের অ্যাপল কোম্পানিকে মার্কিন বিচার বিভাগ আদেশ দিয়েছিল সান বার্নার্দিনো হামলাকারী ব্যক্তির ফোনের এনক্রিপশন ভাঙতে সহায়তা করতে। আলোচিত আইফোনটি সান বার্নার্দিনোতে দুই হামলাকারীর একজনের ছিল। গত ডিসেম্বরে কথিত দুই আইএস সমর্থক পাকিস্তানি দম্পতির গুলিতে ১৪ জন নিহত হয়। তবে অ্যাপল ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তার লঙ্ঘন বলে অভিহিত করে সে আদেশ প্রত্যাখ্যান করে।
মার্কিন বিচার বিভাগ শুক্রবার এটি প্রতিষ্ঠানটির বিপণন কৌশল বলে অভিহিত করেছে। আর এরই মধ্যে বিতর্কিত মন্তব্যের জন্য জনপ্রিয় ট্রাম্প বলেন, 'অ্যাপল যতক্ষণ পর্যন্ত এই তথ্য না দিচ্ছে তাদের পণ্য বর্জন করুন।'
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার এক আদালতে আগামী ২২ মার্চ এই বিষয়ে শুনানি হবে। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ