সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গনের নির্দিষ্ট স্থানে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে গ্রামীণফোন। ‘সবার জন্য ইন্টারনেট’ এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আজ দুপুরে ওসমানী মেডিকেল কলেজে এই সেবা চালু করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী ও গ্রামীণফোনের হেড অব সিলেট রিজিওন (সেলস) আশফাকুজ্জামান চৌধুরী এ সেবার উদ্বোধন করেন।
এসময় কলেজের উপাধ্যক্ষ ডা. নন্দ কিশোর সিংহ, গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান (ডিরেক্ট সেলস) শাকিব আলতাফসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামীণফোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও চলমান বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখতে হলে ইন্টানেটের প্রয়োজন অত্যাবশ্যকীয়। ইন্টারনেট হলো জ্ঞানের জগতে প্রবেশদ্বার।
সারাদেশের বিভিন্ন স্থানে ফ্রি ওয়াইফাই জোন প্রতিষ্ঠার মাধ্যমে একদিকে যেমনি মানুষ বিনামূল্যে ইন্টারনেট সেবা পাবেন, অন্যদিকে ইন্টারনেট ব্যবহারে তাদের আগ্রহও বৃদ্ধি পাবে। গ্রামীণফোনের এই উদ্যোগ প্রশংসনীয়।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা