অনলাইনে আর্থিক লেনদেনে প্রকৃত গ্রাহকের আইডি নিশ্চিতের ক্ষেত্রে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে সেলফি ও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবাদানকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ড।
শিগগির নতুন এ প্রযুক্তি গ্রাহকের নাগালে আসবে বলে ঘোষণা দিয়েছে কোম্পানিটি। বার্সালোনায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে সম্প্রতি এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
গত বছর যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে সেলফি ও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে মাস্টারকার্ড। এ দুটি দেশে সফলভাবে কার্যক্রম পরিচালনা শেষে নতুন এ প্রযুক্তিটি বিশ্বব্যাপী সবার ব্যবহারের জন্য চালু করার উদ্যোগ নিচ্ছে কোম্পানিটি।
বাংলাদেশসহ বিশ্বব্যাপী অনলাইনে আর্থিক লেনদেন যখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে; ঠিক সেই মুহূর্তে মাস্টারকার্ডের পাসওয়ার্ড আরও নিরাপদ করতে পদক্ষেপ নিল প্রতিষ্ঠানটি।
নতুন এ সুবিধা পেতে গ্রাহককে প্রথমে নিজের স্মার্টফোন, ট্যাবলেট, পিসিতে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপ চালু করে ফোনের ফ্রন্ট ক্যামেরায় নির্দিষ্ট সময় পর্যন্ত তাকাতে হবে এবং সেই সঙ্গে চোখের পলক ফেলতে হবে। এতে করে গ্রাহকের ছবিই সেট হয়ে যাবে পাসওয়ার্ড হিসেবে।
একইভাবে গ্রাহকরা নিজের পরিচয় নিশ্চিত করার মাধ্যমে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। বিশেষজ্ঞদের মত, এই পদ্ধতি প্রতারণা ঠেকাতে সহায়ক হবে। ফলে টাকা চুরি হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যাবে।
উল্লেখ, মাস্টারকার্ডে বর্তমানে সিকিউরকোড নামে একটি নিরাপত্তাব্যবস্থা চালু রয়েছে। এ পদ্ধতিতে অনলাইনে কেনাকাটা করার সময় গ্রাহককে সংখ্যাত্মক পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ