আধুনিক ই-মেইলের আবিষ্কারক ও প্রযুক্তি বিশেষজ্ঞ রেমন্ড টমলিনসন মারা গেছেন। শনিবার তিনি মারা যান বলে তার নিয়োগকর্তা দ্য রেথিওন কোম্পানি গতকাল জানায়। হার্ট অ্যাটাকে মার্কিন এ ইন্টারনেট দিশারির মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
১৯৭১ সালে টমলিনসন-ই প্রথম কোনো নেটওয়ার্কে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে ই-মেইল পাঠিয়েছিলেন। এর আগে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো নির্দিষ্ট ঠিকানায় কারো কাছে ই-মেইল পাঠানোর কোনো উপায় ছিল না।
যুক্তরাষ্ট্র সরকারের ব্যবহারের জন্য তৈরি করা কম্পিউটার নেটওয়ার্ক 'আরপানেট' ব্যবহার করেই মি. টমলিনসন প্রথম ই-মেইল পাঠিয়েছিলেন। প্রথম ই-মেইল বার্তাটিও তিনি লিখেছিলেন। খবর এপির
বিডি-প্রতিদিন/৭ মার্চ ২০১৬/শরীফ