বাংলাদেশি গেমস ও এপ ডেভেলপার কোম্পানি বায বাংলা লিমিটেড তাদের নতুন গেম অ্যাকশন এগ বাজারে ছেড়েছে। গেমটি যেকোনো আই ফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করা যাবে। গেমটি সম্পূর্ণ ফ্রি।
http://Google Play Download Link: https://goo.gl/EzQY1t
http://iTunes Download Link: http://apple.co/1PDWohS
http://YouTube Video Link: https://www.youtube.com/watch?v=Z-6tEBbPk2g
গেমটি জনপ্রিয় অ্যাকশন ও অ্যাডভেঞ্চার ঘরানার। শিশু- বুড়ো সকল বয়সি ব্যক্তিরা এটা খেলতে পারবে। শিশুদের কথা মাথায় রেখে গেমটিতে কোনো রক্তপাত দেখানো হয়নি।
অ্যাকশন এগ একটি আত্মরক্ষামূলক গেম যেখানে গেমারকে একটি ডিম হিসেবে খেলতে হবে। গেমটির পটভূমি হলো সায়েন্স ফিকশন ধাঁচের। কিছু ডিমকে ডিম নগরী থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়। গেমার-এর কাজ হলো সুস্থ অবস্থায় সবাইকে নিয়ে সেখান থেকে নিরাপদে পালিয়ে যাওয়া। প্রথমদিকে একটু সোজা হলেও গেমটি ধীরে ধীরে কঠিন করা হয়েছে। গেমারকে বিভিন্ন সময় অনেক সমস্যার মোকাবেলা করতে হবে। গেমটিতে অনেক পাওয়ার আছে যেগুলো গেমার ইন অ্যাপ পারচেজ করে নিতে পারবেন। ভালো খেললে সেগুলো পুরস্কার হিসেবে ফ্রি পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিনই অসংখ্য পাওয়ার বিভিন্ন উপায়ে পাওয়া যাবে। এটি একটি ট্যাপ দিয়ে খেলার গেম। গেমারদের সুবিধার্থে প্রথমেই একটি টিউটোরিয়াল দেখানো হয়েছে।
গেমটির গ্রাফিক্স করা হয়েছে বাচ্চাদের পছন্দ মাথায় রেখে। মজাদার ডিমের ক্যারেকটারগুলো কিছু কিছু ফ্রি আর কিছু কিছু ইন অ্যাপ পারচেজ করে নিতে হবে। গেমটির মিউজিক বেশ শ্রুতিমধুর।
বায বাংলার একজন ডিরেক্টর গেমটির নামকরণ সম্পর্কে বলেন যে এই গেমটি খেলার সময় গেমার চিন্তা ভাবনা করার খুব কম সময়ই পাবেন। এর কারণেই এর নাম অ্যাকশন এগ। পুরোটা সময়ই অ্যাকশন। গেমটির পরের পার্ট টি কবে বের হতে পারে সেটি জানা যায়নি। অ্যাকশন এগ গেমটিতে ১০০টির উপর লেভেল আছে। গেমটি অফলাইনেও খেলা যাবে। গেমটি মাত্র ৪০ মেগাবাইট।
বায বাংলা কোম্পানি ২০১২ সাল থেকেই মানসম্মত গেমস এবং অ্যাপ্লিকেশান তৈরি করে আসছে। তারা আশা প্রকাশ করে যে একশন এগ গেমটি বাংলাদেশের মানুষরা ফ্রি ডাউনলোড করে বিশ্ব বাজারে বাংলাদেশের নাম ছড়াতে সমর্থ হবে।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৬/ রশিদা