২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস গুগল ডুডলে। এদিন রাত ১২টার পর গুগল ডুডলে দেখা যায় একাত্তরের মহান স্বাধীনতা দিবস নিয়ে নতুন ডুডল। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার রঙের আদলে লাল ও সবুজ রঙের একটি বিশেষ আইকনে শোভা পায় বঙ্গবন্ধু যমুনা সেতুর একটি লোগো। তার দুপাশে সাদা রঙে লিখা আছে গুগল। ডুডলের উপর মাউস কার্সর নিলে সেখানে প্রদর্শিত হচ্ছে 'Bangladesh Independence Day'।
২৬ মার্চ শুরুর মুহূর্ত থেকেই এ বিশেষ ‘ডুডল'-টি গুগলের হোম পেজে প্রদর্শিত হচ্ছে৷ তবে এটা শুধু বাংলাদেশের ডোমেইন হোমপেজ গুগল ডটকম ডটবিডিতে দেখা যাচ্ছে৷ তাই বাংলাদেশিরা গুগলে গেলেই এই ডুডলটি দেখতে পাবেন। চাইলে এটা ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করা যাবে। এজন্য ডুডলের পাশে চিহ্নটিতে ক্লিক করতে হবে। এরপর অপশন আসবে, আপনি কোন মাধ্যমে শেয়ার করতে চান? এরপর পছন্দের মাধ্যমে ক্লিক করে শেয়ার করতে পারবেন।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৬/মাহবুব