সম্প্রতি বাজারে এসেছে S7 আর S7এজ৷ এর মধ্যেই আবার নতুন মডেল নিয়ে হাজির হতে চলেছে স্যামসাং৷ সবকিছু ঠিক থাকলে মার্চের শেষ দিনেই বাজারে আসবে নতুন স্মার্টফোন J3৷
জানা গেছে, মোটরসাইকেল চালানো যাদের শখ তাঁদের জন্য স্পেশ্যালি ডিজাইন করা হয়েছে এই ফোন৷ যাতে থাকবে ‘বাইক মোড'-এর অপশন৷ যা তাঁদের জীবনে নির্বিঘ্নে বাইক চালানোর অনাবিল আনন্দ এনে দেবে৷
ধরুণ, আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, তখন নতুন এই বৈশিষ্ট্যটি আপনা আপনি হ্যান্ডেল করবে আপনার নোটিফিকেশন, মেসেজ ও কলগুলো। যারা আপনাকে ফোন বা মেসেজ করবে তাঁদের আপনার হয়ে জানিয়ে দেবে, আপনি বাইক চালাচ্ছেন পরে ফোন করতে৷
এর মধ্যেই নতুন এই ফোনের বিজ্ঞাপনের টিজার ছড়িয়ে পড়েছে টিভি ও ইন্টারনেটে৷ সেখানে রয়েছেন মডেল হয়েছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর৷
বিডি-প্রতিদিন/৩০ মার্চ, ২০১৬/মাহবুব