সেলফি জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। সব বয়সের সব শ্রেণির মানুষই যেন সেলফি তোলায় মগ্ন। কিন্তু আপনি জানেন কি পৃথিবীর সবচে' দামী সেলফির দাম কতো? পৃথিবীর সবচে' দামী সেলফির দাম ১৪৩ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় ১ হাজার ১২১ কোটি টাকারও বেশি।
দামী এই সেলফিতে আছেন বিশ্বের সেরা তিন ধনকুবের। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ওয়ারেন বাফেট এবাং তার পার্টনার শার্লি মুঙ্গের। আর সেলফির অপর নারী হলেন বেকি কুইক। তিনি সিএনবিসির অ্যাংকর। ওই চ্যানেলের একটি শো'তে এই সেলফিটি তোলা হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল, ২০১৬/ রশিদা