সময়টা এখন এমন দাঁড়িয়েছে যে ফেসবুকে পোস্ট হওয়া খবরের দিকে চোখ না বুলালে কেমন জানি একটা অপূর্ণতা থেকে যায়। এক্ষেত্রে ইউজারদের জন্য আরো একটি সুবিধা নিয়ে অাসছে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় এই মাধ্যমটি।
প্রযুক্তিবিষয়ক পত্রিকা ম্যাশবলের এক খবরে বলা হয়, ফেসবুক মোবাইল অ্যাপে 'নিউজ সেকশন' নামের একটি ফিচার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নির্দিষ্ট শিরোনামভিত্তিক একাধিক খবরের উৎস থেকে খবর জানার সুযোগ পাবে ব্যবহারকারীরা।
ফেসবুকের নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই ব্যবহার উপযোগী হবে।
ফেসবুক তাদের নিউজ ফিড পরিবর্তন আনার বিষয়টি পরীক্ষা করছে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া যাচাই হয়ে গেছে। এখন শুধু সময়ের ব্যপার বলে জানায় কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ