বিশ্বব্যাপী নিজেদের ১২ হাজার কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট ইন্টেল কর্পোরেশন। এ ছাঁট হবে কোম্পানির মোট কর্মীর ১১ শতাংশ। আগামী এক বছরে এ সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে বলে এক বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ। খবর বিবিসির
খবরে বলা হয়, ব্যয় কমাতে ও নিজেদের ঢেলে সাজাতে এই উদ্যোগ নিয়েছে ইন্টেল। এর মধ্যে শুধু পুনর্গঠনের কাজেই ব্যয় হবে ১২০ কোটি মার্কিন ডলার।
এদিকে, কর্মী ছাটাইয়ের খবরে মার্কিন পুঁজিবাজার ওয়াল স্ট্রিটের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ২.৫ শতাংশ কমে যায়।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/শরীফ