দিনের বড় একটা সময় ফেসবুকেই কাটিয়ে দেন? কোন পোস্ট দিলে মুহূর্তের মধ্যে লাইক-কমেন্টে ভরে যায়? দিন দিন ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে? তাহলে ফেসবুক থেকে কিছু রোজগারের স্বপ্ন দেখা আপনার জন্য অমূলক নয়। ফেসবুক কর্তৃপক্ষ তাদের বিজ্ঞাপনের আয় থেকে একটা অংশ ব্যবহারকারীদের দেওয়ার বিষয় নিয়েই ভাবছে।
নিজেদের সাইটকে আরও জনপ্রিয় করতে নানা পরিকল্পনা করছে ফেসবুক। নিত্য নতুন থিম পরিবর্তন, সুযোগ-সুবিধা সংযোজন, নিরাপত্তা বৃদ্ধিসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি নিজেদের ব্যবহারকারীদের ওপর একটা সমীক্ষা করে ফেসবুক কর্তৃপক্ষ। সেই সমীক্ষায় ফেসবুক ব্যবহার করে কীভাবে ফেসবুক ব্যবহারকারীরা আয় করতে পারেন তা নিয়ে একাধিক পরামর্শ উঠে এসেছে। তার মধ্যে অন্যতম হল, বিজ্ঞাপন থেকে সংগৃহীত অর্থের একাংশ নিজেদের ব্যবহারকারীকে দেবে ফেসবুক।
কিন্তু, এই সুবিধা ফেসবুক সব ব্যবহারকারীকে দেবে, না কি শুধু 'ভেরিফায়েড ইউজার'-দের জন্য চালু করবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফেসবুক-এর তরফে এক মুখপাত্রও জানিয়েছেন, ভবিষ্যতে ফেসবুক ব্যবহারকে আর্থিক দিক থেকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে সংস্থার একাধিক পরিকল্পনা রয়েছে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ