প্রযুক্তির উন্নয়নের প্রভাব যেন পড়েছে বই পড়ার ধরনের উপরও। বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো চীনের প্রাপ্তবয়স্কদের বেশির ভাগই এখন কাগজে বই নয়, ডিজিটাল বই পড়ছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, দেশটির ৬৪ শতাংশ মানুষ এখন মোবাইল ফোনেই বইপড়ার কাজটি সেরে নেন।
জরিপের ফলাফলে দেখা গেছে, ২০১৫ সালে ৬৪ শতাংশের বেশি মানুষ ডিজিটাল বই বা ই-বই পড়েছে।
জরিপে আরো দেখা গেছে, কেবল বেশি মানুষ-ই যে ডিজিটাল বই পড়ে তাই নয়, কাগজের বইয়ের তুলনায় ডিজিটাল বইয়ের পাঠক বৃদ্ধির হারও বেশি।
দেশটিতে ২০১৫ সালে কাগজে বই পড়ার হার যেখানে মাত্র শূন্য দশমকি ৪ শতাংশ ছিল বেড়েছে সেখানে ডিজিটাল বই পড়া বাড়ার হার বেড়েছে প্রায় ৫ দশমিক ৯ শতাংশ।
চায়না একাডেমি অব প্রেস অ্যান্ড পাবলিকেশ বিভাগের করা ওই জরিপে আরও দেখা গেছে, ২০১৫ সালে দেশটির পাঠকরা মাথাপিছু কাগজের বই পড়েছে ৪ দশমিক ৫৮টি করে। অপরদিকে ই-বুক বা ডিজিটাল বই পড়েছে ৩ দশমিক ২৬টি করে।
জরিপে আরও দেখা গেছে, পাঠকদের ৮৭ শতাংশই উই চ্যাটের মাধ্যমে বই পড়ে থাকে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/শরীফ