৩৬০ ডিগ্রি থ্রিডি ভিডিও করার নতুন গেজেট বাজারে আনছে ফেসবুক। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত দু’দিনব্যাপী এফ ৮ ডেভেলপারস কনফারেন্সে ক্যামেরাটি দেখানো হয়।
এটি একটি স্টেরিওস্কোপিক থ্রিডি ভিডিও ক্যামেরা। ডিভাইসটিকে ফেসবুক নাম দিয়েছে ‘Facebook Surround 360’।
এই ক্যামেরাটিতে ল্যান্ডস্কেক ভিডিও করা যাবে। এটি কালো রঙের গোলাকার ক্যামেরা। এটি ডিস্ক আকৃতির স্পেসশিপের মত দেখতে। এই ক্যামেরাটিতে ১৭ টি লেন্স রয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/ হিমেল-০১