সাংবাদিকতা, ক্যামেরা ও সংবাদ উপস্থাপনার লক্ষ্যে সার্টিফিকেট কোর্স শুরু করতে যাচ্ছে বাংলাদেশ মিডিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং ইন্সটিটিউট (বিএমটিআই)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগ্রাহীরা এই প্রতিষ্ঠানটির মাধ্যমে টেলিভিশন সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা, সাংবাদিকতা, ক্যামেরা পরিচালনা, ওয়েব ডিজাইন ও রেডিও জকির ওপর প্রশিক্ষণ নিতে পারবেন।
দুই মাস মেয়াদী প্রতিটি কোর্সের ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার। প্রশিক্ষক হিসেবে দিক-নির্দেশনা দিবেন দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জনপ্রিয় নবীন-প্রবীণ সংবাদকর্মীরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির মিডিয়া প্রশিক্ষণ সংশ্লিষ্ট অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা রয়েছে। ভিজ্যুয়াল ক্লাস পরিচালনার জন্য রয়েছে প্রফেশনাল ভিডিও ক্যামেরা, প্রজেক্টর, প্রতিটি ক্লাসের জন্য আলাদা লেকচারশিট, তাত্ত্বিক, ব্যবহারিক ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।
আগ্রহীরা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি নিয়ে বিএমটিআই, ৩৭৩ দিলু রোড, মগবাজার, ঢাকা-১২১৭ ঠিকানায় যোগাযোগ করতে পারেন। অথবা এই নম্বরে (০১৮৭৫০১৮৫০৭) করতে পারেন।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৬/রাসেল/মাহবুব