তথ্য প্রযুক্তি তরুণদের সামনে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। শিক্ষিত তরুণেরা এ সম্ভাবনাকে কাজে লাগিয় নিজের ক্যারিয়ারকে যেমন বিকশিত করতে পারে, তেমনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাঙ্খিত লক্ষ্য পূরণে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প কর্তৃক আয়োজিত আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আইটি শিল্প ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পলক বলেন, দেশে এখন তরুণদের সংখ্যাই বেশি। মোট জনসংখ্যার ৬৫ শতাংশ যাদের বয়স ৩৫ এর নীচে। বিশ্বে খুব কম দেশই এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী পেয়েছে। সরকার এই কর্মক্ষম জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্নখাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহী করে তোলা। শিক্ষার্থীদের সামনে যদি আইটি খাতের সম্ভাবণাগুলো তুলে ধরা যায় এবং তাদের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দেয়া যায় তাহলে তারা শিক্ষা জীবন থেকেই আইটিতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার কথা ভাববে।
প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সাল নাগাদ আইসিটি রফতানির পরিমান ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা পূরণ এবং আইটি পেশাজীবিদের সংখ্যা ২ মিলিয়নে উন্নীত করার জন্য দেশে আইটি শিল্পের প্রসার ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা ছাড়া কোন বিকল্প নেই। আইটি শিল্পের প্রসার ও কর্মসংস্থানের জন্য সরকার নানা কার্যক্রম গ্রহণ করেছে। দেশে ১২টি হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে। যশোরের সফটওয়্যার পার্ক নির্মাণ সমাপ্তির পথে। কালিয়াকৈরে হাইটেক পার্কের উন্নয়ন দ্রুত এগিয়ে চলছে। এটি সমাপ্ত হলে প্রায় ৭০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
এদিকে শিক্ষার্থী ও তরুণদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহী ও উদ্বুদ্ধ করার জন্য দিনব্যাপী ক্যারিয়ার ক্যাম্পের নানা ইভেন্টকে আনন্দদায়ক করে উপস্থাপন করা হয়। তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শণের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আইকন হিসেবে পরিচিত ব্যক্তিত্বদের মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ ও প্রেরণা জাগানো বক্তৃতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আইসিটি বিষয়ক কুইজ ও প্রশ্নোত্তরসহ নানা ইভেন্টে ক্যারিয়ার ক্যাম্পের অনুষ্ঠান সাজানো হয়।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৮