অ্যাপলকে পিছনে ফেলে আরও একবার শীর্ষে জায়গা করে নিল স্যামসাং। রিসার্চ ফার্ম IDC-র একটি সার্ভেতে ২০১৬-র প্রথম ভাগের তালিকায় ব্যবসা করার ক্ষেত্রে উপরে রয়েছে স্যামসাং। যদিও এবার স্মার্টফোনের বাজারে সবথেকে কম লাভ হয়েছে বলে দাবি করেছে ওই ফার্ম।
প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে দুটি নতুন চীনা সংস্থা অপ্পো ও ভিভো। আর প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে লেনোভো, জিওমি। ২৪.৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে প্রথম স্থানে রয়েছে স্যামসাং। ১৫.৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপল।
বিশ্বে অ্যাপলের ব্যবসা পড়ে গিয়েছে ১৬ শতাংশ। ব্যাপক বিক্রি বেড়েছে হুয়াইয়ের। চীনের বাইরেও অপ্পো ক্রমশ ব্যবসা বাড়াচ্ছে। ১৫৩ শতাংশ বৃদ্ধি হয়েছে এই সংস্থার। ভিভোর বাজার বেড়েছে ১২৩ শতাংশ।
IDC-র অ্যানালিস্ট অ্যান্থনি স্কারসেলার কথায়, এই সব সংস্থা চীনের বাইরে সেভাবে পরিচিত নয়। তা সত্ত্বেও যেভাবে ব্যবসা করছে তাতে মনে করা হচ্ছে আর কিছুদিন গেলে অ্যাপল কিংবা স্যামসাংকেও ছুঁয়ে ফেলবে এরা।
বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/ হিমেল০২