বৈদ্যুতিক শকের মাধ্যমে রিস্টব্যান্ড জানিয়ে দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা। প্রযুক্তি সংস্থা ইন্টেলিজেন্স এনভায়রনমেন্টস নতুন একটি প্লাটফর্ম চালু করেছে যাতে যোগ করা হয়েছে এই ধরণের সুবিধা।
ব্যাংকে জমানো অর্থের পরিমাণ একটি নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলেই পাভলক রিস্টব্যান্ডটি বৈদ্যুতিক শক দিয়ে জানিয়ে দেবে যে আপনার খরচের পরিমাণ কত, কিংবা আর কত টাকা রয়েছে!
ফলে ইউজারেরা প্রয়োজনের অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকবেন বলে আশা করছে সংস্থাটি। এ ছাড়াও এটি স্মার্ট মিটার 'নেস্ট' এর সঙ্গে সংযোগের মাধ্যমে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে বিদ্যুৎ খরচ সাশ্রয়েও সহায়তা করবে।
তবে এখনও পর্যন্ত কোন ব্যাংকই গ্রাহকদের জন্য ইন্টারেক্ট আইওটি (ইন্টারনেট ফর থিংস) প্লাটফর্ম ব্যবহারের বিজ্ঞপ্তি জারি করেনি। তবে এই বিষয়টি নিয়ে অনেক ব্যাংকই আগ্রহ দেখিয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
সংস্থার ধারণা, এই প্লাটফর্ম চালু হলে অনেক বাড়তি খরচ কমে যাবে। একই সঙ্গে খরচ করার আগেও মানুষ বুঝতে পারবেন যে তার খরচ করার ক্ষমতা কত। শুধু এই সুবিধা নয়, ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেও অনেক টাকা সাশ্রয় করা যাবে।
বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৬/ হিমেল-০১