স্মার্টফোন বা এই জাতীয় ছোটখাটো ডিভাইসে চার্জ দেওয়া যাবে ‘স্মার্টপ্যান্ট’ থেকেই। কথা অবাক হলেও শতভাগ সত্য। সম্প্রতি মার্কিন মেরিন সেনাদের জন্য এমনই এক বিশেষ প্যান্ট তৈরি করেছেন প্রযুক্তিবিদরা।
মার্কিন বিজ্ঞানীরা তৈরি করেছেন এমনই একটি প্যান্ট যা পরে হাঁটলে উৎপন্ন হবে বিদ্যুৎ। যে বিদ্যুৎ দিয়ে চারটি স্মার্টফোনে ফুল চার্জ দেওয়া যাবে! বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এই প্যান্টের নাম দেওয়া হয়েছে 'পাওয়ার ওয়াক'।
প্যান্টের প্রস্তুতকারক বায়োনিক পাওয়ারের বরাত দিয়ে হয়েছে, প্যান্টটি পরে এক ঘণ্টা হাঁটলে উৎপন্ন হবে প্রায় ১০ থেকে ১২ ওয়াট বিদ্যুৎ। ফলে কোনো প্রত্যন্ত জায়গায় অভিযানে গেলে সৈন্যদের ভারি ব্যাটারি বহনের ঝামেলা থেকে মুক্তি মিলবে।
এবিষয়ে মার্কিন মেরিন সেনাদের পক্ষ থেকে বলা হয়েছে, প্যান্টটির মাধ্যমে প্রায় ৭২ ঘণ্টা বিদ্যুতের যোগান পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন ১৬/ সালাহ উদ্দীন