বাঘের উপর নজর রাখতে এবার নামানো হচ্ছে ড্রোন। ভারতের রাজস্থানের সারিস্কা অভয়ারণ্যে এই পদক্ষেপ নিচ্ছে বনবিভাগ। এখানে জিপিএস প্রযুক্তি ও ড্রোনের সাহায্যে বাঘেদের গতিবিধি নজর রাখা হবে সর্বক্ষণ।
সারিস্কার ডেপুটি ফরেস্ট অফিসার জানিয়েছেন, বাঘেদের উপর নজর রাখার পাশাপাশি দেখা যাবে অভয়ারণ্যের নিরাপত্তায় মোতায়েন রক্ষীদেরও। গাইডদের অবস্থানও বুঝতে পারা যাবে। ড্রোন দিয়ে নজরদারির পরীক্ষা চলছে কয়েকটি স্থানে।
তিনি বলেন, অনেকসময় পর পর কয়েকদিন বনের গভীর অংশে কী ঘটছে তা বুঝতে পারা যায় না। রিজার্ভ ফরেস্টের এমন কিছু এলাকা আছে যেখানে গাড়ি ঢুকতে পারে না। এসব এলাকায় বাঘেরা থাকে। সেই এলাকায় ড্রোন খুবই কাজে দেবে।
বাঘের উপর নজরদারিতে ব্যবহৃত ড্রোনের ওজন হবে এক কেজি। তাতে থাকবে বিশেষ ক্যামেরা। মাটি থেকে ২০০ মিটার উঁচুতে এই ড্রোন উড়বে। বিশেষ অ্যাপের সাহায্যে ড্রোন থেকে পাঠানো সিগন্যালের সাহায্যে বাঘের অবস্থান নির্ণয় করা যাবে। সবমিলে মোট ৬টি ড্রোন অনবরত নজরে রাখবে সারিস্কার বাঘেদের উপর। থাকবে ৫০টি অ্যানড্রয়েড ফোন। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব