স্মার্টফোন কেনা মানেই একটা ভাল মানের ক্যামেরা থাকতে হবে। ক্যামেরা ছাড়া স্মার্টফোন সম্পূর্ণ হতে পারে না। তাইতো স্মার্টফোন কেনার সময় আজকাল তরুণ-তরুণীদের বেশিরভাগেরই ঝোঁক ভাল ক্যামেরার স্মার্টফোনটা কেনা। যাতে যখন খুশি মনের মতো একটা সেলফি তুলে ফেসবুকে আপ দেওয়া যায়। তবে জেনে নিন, সাম্প্রতিক সময়ের সেরা দশটি ক্যামেরার স্মার্টফোন-
১. স্যামসাং গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ
২. নকিয়া ৮০৮ পিউরভিউ
৩. হুয়াই পি৯
৪. এলজি জি৫
৫. লুমিয়া ৯৫০ এক্সএল ডুয়াল সিম
৬. হুয়াই গুগল নেক্সাস ৬পি
৭. অ্যাপল আইফোন ৬এস প্লাস ও ৬এস
৮. স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ প্লাস ও এস৬ এজ
৯. স্যামসাং গ্যালাক্সি নোট ৫
১০. লুমিয়া ৯৫০ এক্স এল ডুয়াল সিম
বিডি প্রতিদিন/এ মজুমদার