ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশে উৎসববিডি.কম’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় তিনি বলেন, বিশ্বে যতগুলো ই-কমার্স সাইট প্রতিষ্ঠিত হয়েছে, তার সবগুলোই লোকাল বাজারকে কেন্দ্র করে। আমাদেরও দেশের বাজার ধরতে হবে। দেশে ৫ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এদের ধরতে পারলেই ই-কমার্স খাত এগিয়ে যাবে।
পলক বলেন, দেশের ই-কমার্সের বাজার এবার এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। বর্তমান সরকার ই-কমার্সের উন্নয়নে নীতিমালা গ্রহণ করছে। ব্যবসায়ীদের জন্য ভ্যাট মওকুফ করেছে। আশাকরি এ খাত আরো এগিয়ে যাবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনপ্রিয় তারকা আরেফিন শুভ, উৎসববিডি.কমের ঢাকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক ড. রুপা জামান, রায়হান জামান, আতিক ই রব্বানি, আব্দুল ওয়াহেদ তমাল।
উৎসবমুখর এই আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজের ভাইস প্রেসিডেন্ট আতিক ই রব্বানি, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ'র জেনারেল সেক্রেটারি আব্দুল ওয়াহেদ তমাল, এসোডটকমের ম্যানেজিং ডিরেক্টর দিদারুল আলম, আজকের ডিলডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর প্রমুখ।
২০০৫ সালে যুক্তরাষ্ট্রে উৎসবের যাত্রা শুরু। উৎসব.কম বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। তারই অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে উৎসববিডি.কম যাত্রা শুরু করলো বাংলাদেশের সর্বত্র তার বিশেষ সেবা পৌঁছে দেওয়ার জন্য।
বিডি প্রতিদিন/ ১৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম