নিরাপত্তার কারণে ভারতে কয়েক লাখ ডেবিট কার্ড ব্লক করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু তাতেও নিরাপদ বলে মনে করছে না কেন্দ্রীয় ব্যাংক রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এতে করে এটিএমে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে চলেছে। বসানো হবে আধুনিক মেশিন। যে মেশিনে টাকা তুলতে গেলে আর এটিএম কার্ডের প্রয়োজন পড়বে না। এমনকি, পিন নম্বর মনে রাখারও প্রয়োজন হবে না। শুধু দরকার হবে শুধু ফিঙ্গার প্রিন্ট ও চোখের মণির স্ক্যান।
আগামী বছর থেকেই এই আধুনিক মেশিন বসতে চলেছে বিভিন্ন জায়গায়।
জানা গেছে, খুব শীঘ্রই বিভিন্ন ব্যাংক বায়োমেট্রিক এটিএমের ব্যবহার শুরু করবে। এ ধরনের মেশিনে ফিঙ্গার প্রিন্ট ও রেটিনার স্ক্যান করে টাকা তোলা যাবে। ২০১৭-র শুরুতেই বায়োমেট্রিক এটিএম পরীক্ষা করে দেখা যাবে। এই পরীক্ষা সফল হলে এই ধরনের এটিএমের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হবে।
প্রসঙ্গত, গতমাসেই রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সমস্ত বাণিজ্যিক, আঞ্চলিক, কো-অপারেটিভ ও পেমেন্ট ব্যাংকগুলিকে বায়োমেট্রিক মেশিন চালু করতে বলেছিল। সেইসঙ্গে রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাংকগুলিকে তাদের গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করারও নির্দেশ দিয়েছে। যাতে গ্রাহকরা বায়োমেট্রিক এটিএমের সুবিধা পেতে পারে, সেজন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সব ব্যাংক গ্রাহকদের আধার কার্ড যুক্ত করেছে। পাশাপাশি বায়োমেট্রিক এটিএম নিয়ে আসার উদ্যোগও শুরু করেছে।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন -১৯