স্যামসাং গ্যালাক্সির নতুন মডেল এস এইট বাজারে আসবে চলতি বছরের মার্চ মাসে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছিল মার্চ মাসের ২৯ তারিখ লঞ্চ হবে এই ফোন। কিন্তু বাজারে আসার আগেই ফাঁস হয়ে গেল গ্যালাক্সি এস এইটের ছবি।
একটি বেসরকারি সংবাদ মাধ্যম Samsung Galaxy S8 এর ছবি প্রকাশ করার পরই ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। টেকনোলজি প্রেমীরা ইতিমধ্যেই জেনে নিতে আগ্রহী ঠিক কী কী চমক থাকছে স্যামসাং-এর এই সুপার স্মার্টফোনে।
জানা গেছে, ৫.৮ এবং ৬.২ ইঞ্চি QHD ও সুপার অ্যামোলেড স্ক্রিনযুক্ত Samsung Galaxy S8-এর দুটি মডেল অ্যান্ড্রয়েড Nougat ভার্সনে পাওয়া যাবে। শুধু তাই নয়, কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৩৫ বিল্ড স্যামসাং-এর ১০ nm টেকনোলজি ব্যবহৃত হবে এই নতুন ফোনে। এছাড়া, ৫.৮ ইঞ্চির ও ৬.২ ইঞ্চির স্ক্রিনযুক্ত ফোন দুটিতে ব্যাটারি পাওয়ার থাকছে যথাক্রমে ৩০০০ mAh এবং ৩৫০০ mAh।
Samsung Galaxy S7-এর মতো S8-এও থাকছে ৪ জিবি ব়্যাম ও ৬৪ জিবি এক্সটারনাল স্টোরেজ। দুর্দান্ত স্টোরেজের পাশাপাশি পাশাপশি এই স্মার্টফোনের ক্যামেরাও অসাধারণ। জানা গেছে, ফোনটিতে থাকছে ১২ এমপি রিয়ার সেন্সর ক্যামেরা এবং ৮ এমপি ফ্রন্ট সেন্সর ক্যামেরা।