বরিশালে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে রবিবার জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ।
জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর স. ম. ইমানুল হাকিম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমেন্দ্রনাথ বাড়ৈ।
বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. তৈয়বুর রহমান প্রমূখ।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরছে। সন্ধ্যায় এ উপলক্ষে তথ্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।